নিজস্ব সংবাদদাতা
মুকুল, ঋতব্রত, ডেঙ্গি নিয়ে রাজ্য রাজনীতি যখন সরগরম তখন একজনের দেখা নেই কেন! শেষ কয়েক বছর ধরে রাজ্য রাজনীতিতে যাঁর কথা গুরুত্বের সঙ্গে চর্চিত হয়, সেই পীরজাদা ত্বহা সিদ্দিকি কোথায়! ডেঙ্গি নিয়ে বক্তব্য নেই, মুকুলের বিজেপি যাত্রা নিয়েও চুপ, হল কী!
শেষ পর্যন্ত জানা গেল এখন দেশেই নেই পীরজাদা। হজ করতে গেছেন পবিত্র মক্কা শরিফে। সেখান থেকেই ফোনে খবরাখবর নিলেন রাজ্যের। বললেন, “দেশের তো বটেই রাজ্যের সকলের জন্য মালিকের কাছে দুয়া চেয়েছি।” পাঠালেন পবিত্র মক্কা শরিফের কিছু এক্সক্লুসিভ ছবি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan