চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ জনসংযোগে এবার তৃণমূলের হাতিয়ার ‘নবজোয়ার রেডিও’। একই সঙ্গে একাধিক গ্রামে তৃণমূলের বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই চালু হল ‘নবজোয়ার রেডিও’ । এবার রেডিওতেও নবজোয়ার কর্মসূচির যাবতীয় বক্তব্য শোনা যাবে বলেই খবর।পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জেলায় জেলায় জনসংযোগে নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ঘুরে আমজনতার সমস্যার কথা শুনছেন তিনি। যথাসাধ্য সমাধান করছেন। তাঁর বার্তা বহু মানুষের কাছে পৌঁছলেও, অনেকের কাছে পৌঁছয়না কারণ প্রত্যন্ত এলাকায় সবার কাছে টিভি নেই। সেই কারণেই ‘নবজোয়ার রেডিও’ কর্মসূচির ভাবনা।
তৃণমূল সূত্রে খবর, এবার থেকে নবজোয়ার কর্মসূচির সমস্ত বার্তাই শোনা যাবে রেডিওতে। ফলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনো যাবে বলেই মনে করছে তৃণমূল।২৫ এপ্রিল কোচবিহারের সাহেবগঞ্জ থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ইতিমধ্যেই পেরিয়েছে একমাস। রাতের পর রাত তাঁবুতে থাকছেন, সকাল হতেই ছুটছেন জনতার মাঝে। উদ্দেশ্য সকলের কাছে মা-মাটি-মানুষের বার্তা পৌঁছে দেওয়া। মানুষের পাশে দাঁড়ানো। এবার তাঁর এই কর্মসূচী কে আরও একধাপ এগিয়ে দিল ‘নবজোয়ার রেডিও’।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news