চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ সোমবারই মণিপুর সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আর তার আগেই ফের নতুন করে অশান্তি ছড়াল মণিপুরে । সুত্রের খবর, রবিবার গভীর রাতে এক পুলিশকর্মী-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের জেরে আহত হয়েছেন ১২ জন। রাজধানী ইম্ফল-সহ একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে অশান্তি। প্রসঙ্গত গতকালই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং জানিয়েছিলেন, অন্তত ৪০ জন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে।সরকারি আধিকারিক সূত্রে খবর, প্রশাসনের তরফে যাদের জঙ্গি তকমা দেওয়া হচ্ছে, তারাই অত্যাধুনিক রাইফেল-সহ নানা অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে। অভিযোগের তীর মূলত কুকি সম্প্রদায়ের দিকেই।
তাদের ছোঁড়া গুলিতেই সুগনুতে এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরেক পুলিশ কর্মী। এছাড়াও রাজ্য জুড়ে নানা হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের।গত ৩ মার্চ থেকেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুর। সরকারের তরফে দেখামাত্র জঙ্গিদের গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেনা মোতায়েন করে রাজ্যে শান্তি ফেরানোর চেষ্টাও করেছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই মণিপুরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, সেনা প্রধান জেনারেল মনোজ পাণ্ডে। বিবদমান কুকি ও মেতেই গোষ্ঠীকে একাধিকবার শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন অমিত শাহ। কর্ণাটকের নির্বাচনী প্রচার স্থগিত করে পরিস্থিতির দিকে নজর রেখেছেন।কয়েকদিন আগেই শাহ জানান, ২৯মে অর্থাৎ সোমবার মণিপুর যাবেন তিনি। আপাতত তিনদিন স্বরাষ্ট্রমন্ত্রী সেরাজ্যে থাকবেন বলেই জানা গিয়েছে। তার ঠিক আগেই ফের নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে মণিপুরে ।