নীল বণিক :
দার্জিলিং জেলা রিপোর্ট দেখে কপালে চিন্তার ভাঁজ তৃণমূল ভবনে। সূত্রের খবর বুধবারই দার্জিলিং জেলা কমিটির রিপোর্ট এসে পৌঁছেছে তৃণমূল ভবনে। পাহাড়ে সদ্য পা রেখেছে তৃণমূল, তার মধ্যেই সঙ্কটে শাসক দল। পাহাড়ের বর্তমান অবস্থার দরুন বহু তৃণমূলকর্মীই মোর্চায় যোগদান করছেন। তবে দলের বেশ কয়েকজন নেতা অবশ্য সমতলে এসে আশ্রয় নিয়েছেন। বিশেষ করে কালিম্পঙে বেড়েছে দল ছাড়ার হিড়িক। অন্যদিকে এই পরিস্থিতিতে ভয়ে অনেক কর্মী বাড়ি থেকেই বেরতেই পারছেন না। শুধু তাই নয়, উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী নিজের হাতে তৈরি করেছেন বিভিন্ন জনগোষ্ঠীর জন্য উন্নয়নমূলক পর্ষদ। সেই পর্ষদের বেশ কয়েকজন সদস্য গোর্খা জনমুক্তি মোর্চাতে ফের নাম লিখিয়েছেন। সঙ্গে বেশ কয়েকজন সদস্য সুযোগের অপেক্ষায় আছেন। ইতিমধ্যেই খাস ও কামি উন্নয়ন পর্ষদ থেকে দু’জন সদস্য পদত্যাগ করেছেন। এমনকী মিরিক পুরসভাতেও নিচু তলার কর্মীরা বিমল গুরুঙ্গদের দিকে ঝুঁকছেন বলে খবর তৃণমূল ভবনে। সব মিলিয়ে পাহাড়ে ঘাসফুলের অবস্থা বেশ সঙ্গিন বলাই যায়। এই অবস্থায় পাহাড়ে দলের রণকৌশল কী হবে তা নিয়ে দলেই রয়েছে যথেষ্ট বিভ্রান্তি। তবে শেষপর্যন্ত মিরিক পুরসভায় তৃণমূল নিজেদের কীভাবে টিকিয়ে রাখবে তা নিয়েই অঙ্ক কষতে ব্যস্ত তৃণমূল নেতারা।
লাইক ও শেয়ার করুন