ওয়েব ডেস্ক:
রাষ্ট্রসংঘের আমন্ত্রণে নেদারল্যান্ডসে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোজকার রুটিনে কোনও বাধা পড়ছে না। নিয়মিত নিয়ম করে সকালে হাঁটতে বেরোচ্ছেন। সময় বার করে পশ্চিমবঙ্গের কথাও ভাবছেন। যেমন, বাংলার ফুটবলের উন্নতিতে গুরুত্বপূর্ণ কাজও সেরে ফেললেন। রয়্যাল ডাচ ফুটবল আসোসিয়েশনের সঙ্গে প্রাথমিক চুক্তিও সেরে ফেলেছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন মাঠ থেকে ফুটবল প্রতিভা তুলে যথাযথ প্রশিক্ষণ দেবেন ডাচ ফুটবল বিশেষজ্ঞেরা।
আবার পশ্চিমবঙ্গের শিল্পের জন্যও হেগ-এ শিল্প সম্মেলনে আহ্বান জানালেন — বাংলায় আসুন। সব সুবিধা দেবে সরকার।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের বৃহত্তম বণিক সংগঠন ভি এন ও, এন সি ডব্লু-র কর্তারা। তাঁরাও পশ্চিমবঙ্গে বিনিয়োগের আগ্রহ দেখান সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পপতিরাও। রাজ্যের এবং নেদারল্যান্ডাসের শিল্পপতিদের মধ্যে আলোচনাও হয়।
লাইক ও শেয়ার করুন