নীল বণিক :
স্বচ্ছ ভারত প্রকল্পের আওতায় কেন্দ্র থেকে শৌচাগারের জন্য বরাদ্দ অর্থ নিয়ে কলকাতা পুরসভায় ক্ষোভ প্রকাশ করলেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। স্বপনবাবুর অভিযোগ এই প্রকল্পের আওতায় শৌচাগার সংস্কার করতে কেন্দ্র চার হাজার টাকা বরাদ্দ করেছিল। যা পর্যাপ্ত নয়। তাঁর দাবি শৌচাগার সংস্কারের জন্য গড়ে আট হাজার টাকা বরাদ্দ করা উচিত ছিল কেন্দ্রের। এমনকী এই চার হাজার টাকার মধ্যে কলকাতা পুরসভাকে স্বচ্ছ ভারত মিশনের প্রচারের জন্য খরচ করতে হয় বলে জানান স্বপনবাবু। কেন্দ্রের এই সিদ্ধান্তে এবার শৌচাগার সংস্কারের কাজে ঢিলে পড়বে বলে মনে করেন তিনি। তিনি এও বলেন, শৌচাগার সংস্কারের কাজ বন্ধ হবে না। রাজ্য সরকারের সহযোগিতায় সংস্কারের কাজ চলবে।
লাইক ও শেয়ার করুন