Home / TRENDING / স্বচ্ছ ভারত অভিযানের বাজেট নিয়ে অখুশি কলকাতা পুরসভা

স্বচ্ছ ভারত অভিযানের বাজেট নিয়ে অখুশি কলকাতা পুরসভা

নীল বণিক :

স্বচ্ছ ভারত প্রকল্পের আওতায় কেন্দ্র থেকে শৌচাগারের জন্য বরাদ্দ অর্থ নিয়ে কলকাতা পুরসভায় ক্ষোভ প্রকাশ করলেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। স্বপনবাবুর অভিযোগ এই প্রকল্পের আওতায় শৌচাগার সংস্কার করতে কেন্দ্র চার হাজার টাকা বরাদ্দ করেছিল। যা পর্যাপ্ত নয়। তাঁর দাবি শৌচাগার সংস্কারের জন্য গড়ে আট হাজার টাকা বরাদ্দ করা উচিত ছিল কেন্দ্রের। এমনকী এই চার হাজার টাকার মধ্যে কলকাতা পুরসভাকে স্বচ্ছ ভারত মিশনের প্রচারের জন্য খরচ করতে হয় বলে জানান  স্বপনবাবু। কেন্দ্রের এই সিদ্ধান্তে এবার শৌচাগার সংস্কারের কাজে ঢিলে পড়বে বলে মনে করেন তিনি। তিনি এও বলেন, শৌচাগার সংস্কারের কাজ বন্ধ হবে না। রাজ্য সরকারের সহযোগিতায় সংস্কারের কাজ চলবে।

 

লাইক ও শেয়ার করুন

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *