ওয়েব ডেস্ক :
সত্তর-আশির দশকে একটা বাংলা উপন্যাস খুব জনপ্রিয় হয়েছিল। কলেজ স্ট্রিটে ছিল বেস্ট সেলার। বইটি ছিল শৈলেশ দে’র ‘জ্যোতি বসু জবাব দাও’। বামেদের একটা মিছিলের জন্য প্রেম ভাঙতে বসেছিলে। এখানে বিয়েই ভেঙে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। বিয়ের সবকিছু ঠিকঠাক। পাত্র- প্রতিষ্ঠিত ব্যবসায়ী। পাত্রী- সরকারি চাকুরিয়া।
দুই বাড়ির লোকজন খুব খুশি। দু’জনেরই পরস্পরকে পছন্দ হয়েছে জেনে। সব কথাবার্তা ঠিক হয়ে গেল। এবার দুই বাড়ির লোকজন বলল, তোমরা দু’জনে একান্তে কথা বলে নাও। তাই হল। বিপত্তিও হল। এ কথা সে কথার পর এল রাজনৈতিক-অর্থনৈতিক প্রসঙ্গ। এখানেই শুরু যত কাণ্ড কানপুরে!
পাত্র হলেন নরেন্দ্র মোদীর ভক্ত। পাত্রী মোদী বিরোধী। পাত্রী বললেন, আজ ভারতের রাজনৈতিক-অর্থনৈতিক খারাপ অবস্থার নরেন্দ্র মোদীই দায়ী। পাত্র বললেন, কখনওই নয়। বর্তমানে মোটেও খারাপ নয় ভারতের রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি। পাত্রী বললেন, আলবাত খারাপ। পাত্র আরও খেপচুরিয়াস। পাত্রীও খেপচুরিয়াস। ক্রমশ গলা চড়ছে দু’জনের। ওঁদের চেঁচামেচি শুনে দুই বাড়ির লোকজন অবাক! কিছুই বুঝতে পারছেন না তাঁরা! তারপর দড়াম করে দরজা খুলে বেরিয়ে এলেন দু’জন। দু’জন দু’দিকে। বিয়ে আর গড়ালো না ছাদনাতলা পর্যন্ত। যে-কোনও লেখক অনায়াসেই লিখে ফেলতে পারেন ‘নরেন্দ্র মোদী জবাব দাও’।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন