নীল বণিক :
একবগ্গা সিপিএম বিরোধিতাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি। ব্র্যান্ড মমতা আর সিপিএম বিরোধিতা সমার্থক। দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গে ও গোটা দেশে মমতাকে বিশেষ জায়গা দিয়েছে। এমনকি দু’হাজার এগারোর পালা বদলের পর আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।
এই মমতাই নাকি এখন সিপিএমের হাতে তামাক খাচ্ছেন! তাঁর বিরুদ্ধে কার্যত এমন অভিযোগ আনছেন সদ্য তৃণমূল ছেড়ে যাওয়া সুদীপ বর্মন। সুদীপের নেতৃত্বে আগামী সাত তারিখেই ত্রিপুরার ছ’জন বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে। ঠিক কি বলছেন সুদীপ? তাঁর কথায়, মমতার সঙ্গে একপ্রকার সমঝোতা হয়েছে সীতারাম ইয়েচুরির। বিজেপিকে রোখার অজুহাতে তিনি সিপিএমের সঙ্গে দোস্তি করেছেন আর সেই কারনেই ত্রিপুরায় মানিক সরকারের বিরুদ্ধে লড়াইতে তিনি সিরিয়াস ছিলেন না।’ আরও কয়েক ধাপ এগিয়ে এদিন সুদীপ বলেন, ‘পশ্চিমবঙ্গেও তৃণমূল-সিপিএম জোট হবে, মিলিয়ে নেবেন। ‘
সুদীপের কথা সত্যি হলে রাজনীতিতে কিছুই অসম্ভব নয়, এই আপ্তবাক্যটি আর একবার সত্য প্রমাণিত হবে।
রাজ্য সিপিএম এখনও মোদি -মমতা আঁতাতের কথাই সুযোগ পেলে বলে থাকেন। সুদীপ শোনালেন উলটপুরাণ!
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন