নীল বণিক
সম্প্রতি রাজ্যের এক বহুল প্রচারিত সংবাদমাধ্যমের পত্রিকার প্রথম পাতায় প্রকাশ পেয়েছে দূর্গার অশ্লীল ছবি। তাতেই নাকি হিন্দু সমাজের ওপর আক্রমণ বেড়েই চলেছে এমনই দাবি বিশ্বহিন্দু পরিষদ থেকে আরএসএসের নেতাদের।
বিশ্বহিন্দু পরিষদের উত্তর কলকাতার সাংগঠনিক সম্পাদক সৌরাশিষ মুখোপাধ্যায়ের অভিযোগ, “রাজ্যের একটি বহু প্রচারিত সংবাদ মাধ্যম তাদের পুজো সংখ্যাতে মা দূর্গার অশ্লীল ছবি ছাপিয়েছে। এমনকী পত্রিকাগোষ্ঠীর আরও একটি মাসিক ম্যাগাজিনে মাদার মেরির কোলে গণেশের ছবি ছাপানো হয়েছে।
শুধু তাই নয় হিন্দু দেবদেবীরা সেলফি তুলছে, এমন ছবিও ছাপানো হয়েছে।” ইচ্ছে করে ওই সংবাদমাধ্যম হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করেছে বলে মত বিশ্বহিন্দু পরিষদের নেতাদের। সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চয় থাকবে। তাই বলে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার কোনও অধিকার তাদের নেই বলেও জানান উত্তর কলকাতার সংগঠন সম্পাদক সৌরাশিষ মুখোপাধ্যায়।
তাই এর প্রতিবাদে আগামী ১০ অগস্ট সর্বভারতীয় সংবাদমাধ্যমটির অফিসের সামনে অবস্থানে বসবে বিশ্বহিন্দুপরিষদ সহ বজরং দলের সদস্যরা। সঙ্গে থাকবেন বিশ্বহিন্দু পরিষদের দূর্গা বাহিনীর সদস্যরাও।
হিন্দুদের দেবতাদের এমন নগ্নদৃশ্য পরিবেশন অথচ রাজ্যের বুদ্ধিজীবী সমাজ চুপ কেন, সেই প্রশ্নও তুলেছেন বিশ্বহিন্দু পরিষদের নেতারা। তাহলে কী আগামিদিনে হিন্দু সমাজের ভাবাবেগে আঘাত আনলে রাজ্য সরকারও চুপ থাকবে! এই ইস্যুতে রাজ্য সরকার তাদের নিজেদের অবস্থান পরিস্কার করুক বলেও দাবি করেন সৌরাশিষ মুখোপাধ্যায়।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
https://channelhindustan.com/kolkata-intellectuals-open-mouth-about-taslima-nasreen/