জ্যোতিস্মিতা রায়
প্রবাদেই আছে জোর যার, মুলুক তার। রীতিমতো জুলুম করে, বুথ আটকে, লাঠালাঠি করে উপনির্বাচন জিতে নিল তৃণমূল কংগ্রেস। ভোটের দিন সকাল থেকেই তৃণমূল সমর্থকদের সন্ত্রাসের কাহিনী বারবার উঠে এসেছে। কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ। গঙ্গারামপুর ব্লকে অভিযোগ জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা নিজেই। এরাজ্যে নিরপেক্ষ নির্বাচন যে সম্ভব হবে না সে আশঙ্কা আগেই ছিল বিরোধীদের। ভোটগণনায় তা সত্যি প্রমাণিত হল। সকাল সাড়ে দশটাতেই জানা যায় নোয়াপাড়ায় ৬৩০১৮ ভোটে জিতেছেন তৃণমূলের সুনীল সিংহ। উলুবেড়িয়ায়ও ২লক্ষ ভোটে এগিয়ে তারা।
ভোটের দিন শাসকদলের জুলুমের ছবি বারবার ধরা পড়েছিল সংবাদমাধ্যমের ক্যামেরায়। যদিও জয়ের পর নোয়াপাড়ার তৃণমূল প্রার্থীর বয়ান, “আরও বেশি ভোটে জেতা উচিত ছিল”।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan