Breaking News
Home / TRENDING / জিতল তৃণমূল, মাথা তুলল বিজেপি

জিতল তৃণমূল, মাথা তুলল বিজেপি

ঈষানিকা ভোরাই

 

আগামী পঞ্চায়েত ভোটের আগে উলুবেড়িয়া ও নোয়াপাড়া উপ-নির্বাচন ছিল রাজনৈতিক দলগুলির সাংগঠনিক জল মেপে নেওয়ার একটা পরীক্ষা। সেই পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের হাত থেকে নোয়াপাড়া ছিনিয়ে নেওয়া শুধু নয় উলুবেড়িয়াতেও তারা জয়ের মার্জিন প্রায় পাঁচ লাখের কাছাকাছি নিয়ে গেছে। উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা আসনটি সেই অর্থে পঞ্চায়েতের অধীন না হলেও, উলুবেড়িয়া লোকসভার বেশিরভাগটাই কিন্তু পঞ্চায়েতের মধ্যে পড়ে। ফলে গ্রামীণ হাওড়া জেলার মানুষের মত জানার জন্য উদগ্রীব ছিল রাজনৈতিক দলগুলি। সেইসঙ্গে হিন্দুত্বকে মূল ইস্যু করে ভোটে লড়া বিজেপি এই কেন্দ্রে কতটা কি করতে পারে সেদিকেও নজর ছিল। ফলাফলেই পরিষ্কার এ রাজ‍্যে দ্রুতগতিতে উঠে আসছে বিজেপি। কি নোয়াপাড়া কি উলুবেড়িয়া, দু’জায়গাতেই উল্লেখযোগ্যভাবে নিজেদের ভোট বাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। নোয়াপাড়াতে বিজেপির ভোট ১৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২০.৭৬ শতাংশ, অর্থাৎ প্রায় ৮ শতাংশ ভোট বেড়েছে বিজেপির। তবে এই কেন্দ্রে তৃণমূল‌ও তাদের ভোট বাড়িয়েছে প্রায় ১২ শতাংশ। মুকুল রায়ের খাস তালুকে তৃণমূলের এই ভোট বৃদ্ধির নেপথ্যে অর্জুন সি়ংহের কার্যকারিতাকেই প্রাধান্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস। উল্টোদিকে প্রার্থীপদ নিয়ে বিজেপির আভ‍্যন্তরীণ কোন্দল না হলে এই আসনে দল আরও ভাল ফল করত বলেই বিজেপির অনেকের ধারণা। তবে এটাও ঠিক যে মুকুল রায় নিজের খাসতালুকে মাটি আঁকড়ে পড়ে থাকার ফলেই বিজেপি তাদের ভোট বৃদ্ধি করতে পেরেছে বলে মনে করছে বিজেপির আর একটা অংশ।
এদিকে উলুবেড়িয়া লোকসভার ক্ষেত্রে তৃণমূল ১৩ শতাংশ ভোট বাড়াতে পারলেও ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে বিজেপিও তাদের ভোট বাড়িয়েছে প্রায় ১২ শতাংশ। পাশাপাশি এই লোকসভা আসনের মধ্যে পড়া শহরকেন্দ্রিক তিনটি বিধানসভা (উলুবেড়িয়া উত্তর; উলুবেড়িয়া দক্ষিণ ও উলুবেড়িয়া পূর্ব)-য় কিন্তু তৃণমূল তাদের জয়ের মার্জিন খুব একটা বাড়াতে পারেনি। গ্রামীন উদয়নারায়নপুরে যখন তৃণমূল প্রার্থীর জয়ের মার্জিন এক লাখের উপরে সেখানে উলুবেড়িয়া উত্তর, দক্ষিণ বা পুর্বে সেই মার্জিন ৩০ থেকে ৪০ হাজারের মধ‍্যে। ফলে এ বিষয়টা কিন্তু আগামী দিনে যথেষ্ট চিন্তায় রাখবে তৃণমূল কংগ্রেসকে।
আর কংগ্রেস‌ ও সিপিএম যে রাজ্য রাজনীতিতে আরও অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে তাও বোঝা যাচ্ছে এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে। নিজেদের দখলে থাকা নোয়াপাড়া আসনে এবার জামানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেসের আর উলুবেড়িয়া তে সিপিএমের ভোট কমেছে প্রায় কুড়ি শতাংশ। ফলে আগামী পঞ্চায়েত বা তার পরবর্তী নির্বাচনগুলোতে এই রাজ্যে এক প্রকার সরাসরি লড়াই হতে চলেছে রাজ‍্যের শাসক দল তৃণমূল বনাম কেন্দ্রের শাসক দল বিজেপির মধ্যে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *