ঈষাণিকা ভোরাই:
সলতে তে আগুন ধরানোর আগেই তাতে জল ঢেলে দিলেন মায়াবতী। বিজেপি বিরোধী জোট গঠনের জন্য এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই সময় উত্তর প্রদেশ থেকে জোট জল্পনায় জল ঢেলে দিয়ে মায়াবতী জানিয়ে দিলেন, আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা উপনির্বাচনে দুটি আসনে সমাজবাদী দলের সঙ্গে কোনো জোট করবে না বিএসপি। ফলে যে এসপি-বিএসপি জোট সদ্য দুটো লোকসভা উপনির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে জিতেছিল, সেই জোট ভেঙে গেল। তৃণমূল নেত্রী কয়েকদিন আগেই মায়াবতী ও অখিলেশ যাদব কে ট্যুইট করে জানিয়েছিলেন,তাদের এই জোটবদ্ধ লড়াই দেশের জন্য প্রয়োজন। অনেকে বলেন বুয়া-ভাতিজার জোট গঠনে কিছুটা ভূমিকা নিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু রাজ্যসভা নির্বাচনে এসপি-র সমর্থন পাওয়ার পরেও বিএসপি প্রার্থীর হেরে যাওয়ায় কিছুটা ক্ষুব্ধ হন বিএসপি নেত্রী। ফলে মায়াবতীর এই ঘোষণায় বিজেপি বিরোধী জোট গঠন যে কিছুটা ধাক্কা খেলো তা বলাই যায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan