সুমন সেনগুপ্ত:
বিশ্ব নাট্য দিবসের কথা তুললে প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী জানালেন,এখন আর গর্ব করার কিছু নেই। ভাল-মন্দ জানিনা। আমাদের সময় বিশ্ব নাট্য দিবসে অন্য রকম অনুভূতি তৈরি হতো। বিশ্ব নাট্য জগতের সঙ্গে নিজেদের তুলনা করার চেষ্টা করতাম। এখন সে ভাবনাও নেই,সেই স্বপ্নও নেই। ক্ষুদ্র অনুভূতির ক্ষণিক উদ্ভাসেই যখন কাজ হয়ে যায়। তখন আর বিশ্ব নাট্য জগতের খোঁজ খবর রাখার কী দরকার। স্মৃতি নিয়ে টানাটানি করতে আর মন চায় না। তাতে কষ্ট বাড়ে। আজ আমরা বিশ্ব নাট্য জগত থেকে ক্রমশ পিছিয়ে পড়ছি। বোধের দিক থেকে,বুদ্ধির দিক থেকে,প্রয়োগের দিক থেকে। সবচেয়ে আশ্চর্যের যারা ঘটাচ্ছেন তাদের কোন অনুশোচনা নেই। নিজেদের মহান করার এক প্রবল চেষ্টা চলছে। সত্যি বিশ্বের নাট্য জগত যখন ক্রমশ অগ্রসর হচ্ছে তখন আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি। কিন্তু মজা হল,আধুনিক প্রযুক্তির কল্যাণে বিশ্ব নাট্য জগত হাতের নাগালে চলে এলেও এখানকার নাট্য জগত যেন ছোট কুঠুরিতে বন্দি হয়ে পড়ছে। নিজেদের নিয়ে গর্ব করার আজ আর কিছু নেই। ভাবলে সত্যি লজ্জাবোধ হয়,কয়েকজনের দ্বারা অনেকেই প্রভাবিত হচ্ছেন। তবে ব্যতিক্রমী কেউ কেউ আছেন। যারা বিশ্বে নাট্য জগতে কী ঘটছে তার খোঁজখবর রাখেন। আলোর দিক এটাই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan