Breaking News
Home / TRENDING / KIFF-এর গুরুদায়িত্ব এবার প্রসেনজিৎ কাঁধে,অতিথি তালিকাও নজরকাড়া

KIFF-এর গুরুদায়িত্ব এবার প্রসেনজিৎ কাঁধে,অতিথি তালিকাও নজরকাড়া

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স,

কালীপুজোর মরশুম কাটতে না কাটতেই বাংলায় শুরু হয়ে যাবে আরেক উৎসবের তোড়জোড়। আসতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। KIFF ২০২৩ শুরু হচ্ছে আগামী মাস থেকেই। অন্যান্য বারের মতো এবারেও একাধিক চমক থাকবে এই ফিল্ম ফেস্টিভ্যালে। এখানেই দেশে বিদেশের বিভিন্ন ছবি সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। এবারের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ ভূমিকা পালন করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। থাকবেন শাহরুখ খান এবং সলমন খান।

আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই উৎসব।বুম্বা দা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেই যেন বাংলা ইন্ডাস্ট্রি। তাঁকে ছাড়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেন ভাবাই যায় না। তিনি এবারের এই উৎসবে পালন করবেন বিশেষ ভূমিকা। এবারের KIFF -এ অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হিসেবে থাকছেন তিনি।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রতি বছরই এই উৎসবে উপস্থিত থাকেন। একটা সময় চেয়ারম্যান ছিলেন তিনি KIFF -এর। তবে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান পদে এই প্রথমবার আসীন হবেন তিনি।

এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যে অতিথিরা আসবেন সেই তালিকাও কিন্তু বেশ নজরকাড়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে এবার এক সঙ্গে এক মঞ্চে হাজির থাকবেন শাহরুখ খান এবং সলমন খান।

শাহরুখ খান প্রায় প্রতি বছরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসেন। তবে কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন ভাইজান। সেখানে তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়। ফলে মনে করা হচ্ছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকবেন তিনিও। যদি সেটা হয় তাহলে পর্দার বাইরেও এবার একসঙ্গে টাইগার এবং পাঠানকে দেখবেন সাধারণ মানুষ। তবে এবার অমিতাভ বচ্চন থাকছেন না।

আগামী ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এবারের বিশেষ আয়োজনে থাকবে মৃণাল সেনের ছবি। তাঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে তাঁর ছবিগুলো এখানে দেখানো হবে।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *