Home / TRENDING / বিরাটের বায়োপিকে বিরাটের চরিত্রে রণবীর কাপুর?

বিরাটের বায়োপিকে বিরাটের চরিত্রে রণবীর কাপুর?

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স,

বলিউডে তৈরি হতে চলেছে ভারতীয় ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্র। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল বলিউড তারকা রণবীর কাপুরের। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। দীর্ঘ দিনের জল্পনা কল্পনার পর অবশেষে মহারাজের চরিত্রে অভিনেতা হিসাবে চূড়ান্ত করা হয়েছে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। সুযোগ হাতছা়ড়া হয়েছে রণবীরের। এ বার অন্য এক ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির বায়োপিক নিয়ে আলোচনা শুরু হয়েছে বলিপাড়ায়। সেই ছবিতে কি কোহলির চরিত্রে অভিনয় করার সুযোগ পাবেন রণবীর?

বুধবার মু্ম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজ়িল্যান্ডের সেমিফাইনাল ম্যাচে হাজির ছিলেন রণবীর। আগামী মাসেই মুক্তি পাচ্ছে তাঁর পরবর্তী ছবি ‘অ্যানিম্যাল’। সেই ছবির প্রচারেই ওয়াংখেড়েতে  অ্যানিম্যাল লেখা জার্সি পরে এসেছিলেন ঋষি-পুত্র।

সেখানেই রণবীরকে প্রশ্ন করা হয়, বিরাটের বায়োপিকে কি অভিনয় করতে রাজি তিনি? প্রশ্নের উত্তরে রণবীর বলেন, ‘‘আমার মনে হয় বিরাটের বায়োপিকে বিরাটের নিজেরই অভিনয় করা উচিত।’’ কিন্তু এমন এক সুযোগ কেন হাতছাড়া করছেন রণবীর? তারকার কথায়, ‘‘বিরাটকে অনেক অভিনেতার থেকে ভাল দেখতে। শুধু তাই-ই নয়, ওর ফিটনেসও অনবদ্য!’’

ক্রিকেট তারকা হওয়ার পাশাপাথশি বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনেও নিয়মিত মুখ তিনি। এছাড়াও বলিউ়ড অভিনেত্রী অনুষ্কা শর্মার স্বামী। এক বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই অনুষ্কার সঙ্গে প্রথম আলাপ তাঁর। তার পরে অনুষ্কার সঙ্গে জুটি বেঁধেও একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছেন বিরাট। ক্রিকেটের মাঠকে বিদায় জানানোর পরে কি সিনেমার পর্দায় দেখা যেতে পারে কোহলিকে? এখন থেকেই উত্তেজনা তুঙ্গে অনুরাগীদের।

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *