Breaking News
Home / TRENDING / সাধারণ মানুষ এখন যেতে পারে রাজভবনে ? রাষ্ট্রপতি প্রতীকী চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে

সাধারণ মানুষ এখন যেতে পারে রাজভবনে ? রাষ্ট্রপতি প্রতীকী চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

দীর্ঘদিনের রীতি ভেঙে ঐতিহাসিক সিদ্ধান্তে নজির। এবার রাজভবন হয়ে উঠবে ‘জন রাজভবন’। ঔপনিবেশিক মানসিকতার ইতি ঘটিয়ে এখন থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে রাজভবনের দুয়ার। আর তার সূচনা করেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজভবনের প্রতীকী চাবি তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে।

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার সোমবার দু’দিনের সফরে বাংলায় আসেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। ওই দিনই রাষ্ট্রপতির সম্মানে রাজভবনে নৈশভোজের আয়োজন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, যেখানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রীও।

তখনই তার হাতে একটি প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি। যে চাবি সিভি আনন্দ বোস দিয়েছিলেন রাষ্ট্রপতি মুর্মুকে। মঙ্গলবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজভবন। সেখানেই জানানো হয়, রাজভবন এখন থেকে ‘জন রাজভবন’। অর্থাৎ রাজভবনের ভিতর ও বাইরে ঘুরে দেখার সুযোগ পাবেন আমজনতাও, যার নাম রাখা হয়েছে ‘হেরিটেজ ওয়াক’।

এর আগে রাষ্ট্রপতি সেকেন্দ্রাবাদে ‘রাষ্ট্রপতি নিলয়’ খুলে দিয়েছিলেন সাধারণের জন্য। এবার স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো ও ঔপনিবেশিক মানসিকতা ভাঙতে খুলে যাচ্ছে বাংলার রাজভবনের দরজাও।

এদিকে, রাষ্ট্রপতির বাংলা সফরকে স্মরণীয় করে রাখতে তাকে একটি বই উপহার দেন সিভি আনন্দ বোস। রাজ্যপাল হিসেবে বাংলায় আনন্দের প্রথম ১০০ দিনের অভিজ্ঞতাই উঠে এসেছে ওই বইটিতে, সঙ্গে রয়েছে রাজভবন নিয়ে নানা খুঁটিনাটি তথ্য এবং ছবি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *