নিজস্ব সংবাদদাতা
উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত উলুবেড়িয়া, নোয়াপাড়া এলাকা। সকাল থেকেই বুথ দখলের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গঙ্গারামপুরে বুথ রিগিং এর প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীদের ওপর হামলা করে তৃণমূল সমর্থকেরা। ঘটনায় আহত ৪ বিজেপি সমর্থককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ জানাতে গেলে পুলিশ উল্টে বিজেপি নেতা মোহন রানাকে গ্রেফতার করে। আমতার ৪০ নম্বর বুথে তৃণমূলকর্মী সুজিত সরকারের নেতৃত্বে বহিরাগতরা ভিড় করে বলে অভিযোগ করে বিজেপি। উলুবেড়িয়ার ১০ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। আমতা ব্লকে ১০০টিরও বেশী বুথ দখলের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
এদিকে উলুবেড়িয়া কেন্দ্রের ৩৯১টি বুথে সি পি আই (এম)-র এজেন্ট বসতে দেওয়া হয়নি অথবা বসলেও বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan