নীল বণিক
ধর্মান্তকরন ঠেকাতে এবার প্রধানমন্ত্রীর কাছে দরবার করবে বিশ্বহিন্দু পরিষদ। এই বিষয়ে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দেখা করতে চলেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। তাঁদের দাবি সংসদে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে বিল এনে আইন পাস করাক। তাহলেই ধর্মান্তকরণের মত ‘রোগের’ নিরসন হবে। না হলে ধর্মান্তকরন ক্রমেই বাড়বে বলে মনে করেন হিন্দু সংগঠনের নেতারা।এমনকি ধর্মান্তকরণের পিছনে বিদেশি শক্তির হাত আছে বলেও মনে করেন প্রবীন তোগাড়িয়ারা।
ওডিশা বিশ্বহিন্দু পরিষদের তিন দিনের বিশেষ কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত সর্বসন্মত ভাবে পাস হয়। বছরের শুরুতেই প্রধানমন্ত্র্রীর কাছে হিন্দু সংগঠনটির নেতারা দেখা করতে চলেছেন। ২০১৯-এর আগেই যাতে এই আইন পাস হয় তার দাবি করা হবে বলে বিশ্বহিন্দু পরিষদ সূত্রের খবর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan