ঈষানিকা ভোরাই :
পঞ্চায়েত ভোট শিয়রে, তাই মাত্র কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার গোসবায় সরকারী পরিষেবা প্রদান অনুষ্ঠান করার পর ১৫/২০ দিনের মধ্যেই আবার একই জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ২০১১তে ক্ষমতায় আসার পর সম্ভবত: এই পঞ্চায়েত নির্বাচনে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে তৃণমূল কংগ্রেস। আবার ২০১১ তে ক্ষমতায় আসার আগে সারা রাজ্যে মাত্র যে দুটি জেলা পরিষদ তৃণমূলের হাতে ছিল তার মধ্যে অন্যতম হলো এই জেলা। কিন্তু সাম্প্রতিক সময়ে এই জেলার রাজনৈতিক চরিত্রের কিছু পরিবর্তন ঘটছে । তাই মুখ্যমন্ত্রীও কিছুটা অতিরিক্ত নজর দিয়েছেন এই জেলার দিকে । তাই তো গঙ্গাসাগরে এসে একেবারে মাস্টার স্ট্রোক দিলেন তিনি । সোজা কথায় এই দ্বীপের কয়েক লক্ষ মানুষের দীর্ঘদিনের দাবিকেই উস্কে দিয়ে মমতা ঘোষণা করে দিলেন “এবার মুড়ি গঙ্গা নদীর উপর ব্রিজহবেই” । তাই তো রাজ্য সরকারের নিজস্ব তাজপুর সমুদ্র বন্দরের ৭৪% শেয়ার কেন্দ্রের হাতে ছেড়ে দিতেও পিছপা হয় নি সরকার । অবশ্য কেন্দ্রের হাতে শেয়ার ছাড়ার বদলে সাগরবাসির এক দীর্ঘদিনের দাবিও আদায় করে নিয়েছেন মুখ্যমন্ত্রী । সাগরের রুদ্রনগরের এক সভায় মমতার ঘোষণা “আমরা বার বার কেন্দ্রকে চিঠি দিয়েছি মুড়িগঙ্গা নদির উপর লোহার ব্রিজ করে দেওয়ার জন্য, কেন্দ্র সেটা মেনে নিয়েছে ” । মুড়িগঙ্গার উপর এই ব্রিজ যে আসলে পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূলের তূরুপের তাস হতে চলেছে তা এখন থেকেই বলা যায়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan