নীল বণিক
এবার সিবিআইয়ের আতস কাঁচের নিচে রাজ্য পুলিশের ডিজি।
কেন্দ্রীয় সংস্থা রাজ্য পুলিশের ডিজিকে এবার নোটিস ধরাল। নোটিশে সিবিআই জানতে চেয়েছে চিটফান্ড সংস্থাগুলির বিরুদ্ধে রাজ্য পুলিশ কী ব্যাবস্থা নিয়েছে? রোজ্ভ্যালি, সারদা, অাইকোর সহ চিটফান্ডগুলির বিরুদ্ধে রাজ্য পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়েছিল কী না! সেই অভিযোগের ভিত্তিতে যদি তদন্ত হয়, তাহলে তার অগ্রগতিই বা কী! এমনকি সিবিআইয়ের পক্ষ থেকে বারবার তদন্তের জন্য সহযোগিতা চেয়ে চিঠি পাঠান হয়েছে। তার কোনও সদুত্তর দেওয়া হয়নি কেন তার উত্তরও চাওয়া হয়েছে নোটিশে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan