ওয়েব ডেস্ক
মানবাধিকার না নির্ভেজাল ভোটের রাজনীতি? কী কারণে মমতার এত রোহিঙ্গা প্রেম! প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন। বিতর্কিত লেখিকা প্রশ্ন তুলেছেন তাঁকে যখন কলকাতা ছাড়তে হয়েছিল তখন কেন মমতা মানবাধিকারের কথা বলেননি! যদি সত্যিই মানবাধিকার রক্ষা করার পক্ষে হতেন তিনি তাহলে তাঁর ব্যঙ্গ চিত্র করার জন্য অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার হতে হয়েছিল! মমতার সঙ্গে বামফ্রণ্ট সরকারেরও তুলনা করেছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ই বামফ্রণ্ট সরকারের সমালোচনা করে এসেছেন, কিন্তু তিনি নিজেও বামফ্রন্ট বা সিপিএমের থেকে কোনও অংশে উৎকৃষ্ট নন বলেই মনে করেন তসলিমা। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ‘ইসলাম ধর্মোন্মাদ’ বলেও কটাক্ষ করেছেন তিনি।
এদিন তসলিমা আরও বলেন, বামফ্রণ্ট সরকার তাঁকে এই রাজ্য থেকে বের করেছিল যাতে মুসলিম ভোট আসে তাঁদের ঝুলিতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে বসার পরই পরিবর্তনের ডাক দেন। তবে, সেই পরিবর্তনের কিছুই আদতে দেখতে পায়নি সাধারণ মানুষ! বরং বামফ্রণ্টের দেখানো পথেই হেঁটেছেন তিনি। ঠিক যে কারণের জন্য বামফ্রণ্ট সরকার তাঁকে রাজ্য থেকে বের করেছিল সেই কারণেই আবারও মমতার সরকার তাঁকে এরাজ্যে ঢোকার অনুমতি দিল না! মমতা বন্দ্যোপাধ্যায় ওই পথে হেঁটেছেন মুসলিমদের মন জয় করার জন্য, এমনই অভিযোগ তসলিমার। অথচ এক্ষেত্রে তাঁর মানবাধিকার বোধ একবারও কেন দেখা গেল না! প্রশ্ন তুলেছেন তসলিমা।
এখানেই থেমে থাকেননি তিনি। মমতার ব্যঙ্গচিত্র করার জন্য একজন মানুষকে গ্রেফতার করা হয়েছিল। তখন কেন মানবিকতা দেখালেন না তিনি? এভাবেই এরাজ্যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও দাবি করেন তিনি।
পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ মমতার সমালোচনা করেন বলেও মনে করেন লেখিকা। এমনকি এই সরকারের জন্য অনেক মানুষই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan