ওয়েব ডেস্ক :
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছেন তারকেশ্বর মন্দির উন্নয়নে। দুপুর দুটো নাগাদ তিনি হেলিকপ্টারে নামেন তারকেশ্বর স্কুল ময়দানে। এরপর তিনি দুধপুকুরের জল পায়ে দিয়ে প্রবেশ করেন মূল মন্দিরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্দিরের সেবাইতরা মন্ত্রোচ্চারণ করেন। সেখানেই তিনি মন্দির উন্নয়নের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন। এরপর কালী মন্দিরে গিয়ে পুজো দেন। তারপর হেঁটে সোজা চলে যান প্রশাসনিক সভায় যোগ দিতে।