শৌভিক সান্যাল :
রাজ্যের জেলাগুলোতে ১০ হাজার ই-রিকশা নামানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ন’মাসের মধ্যে সেগুলি প্রাপকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে ৩৬৫ কোটি টাকা। গ্রামের বেকার যুবাদের কর্মসংস্থানের লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ। সরকারি সূত্রের খবর, স্বামী বিবেকানন্দ স্ব-নিযুক্ত কর্মসংস্থান প্রকল্পে বেকার যুবকদের হাতে ই-রিকশা তুলে দেওয়া হবে। চিনা প্রযুক্তিতে তৈরি রিকশা কিনতে গড়ে খরচ হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা। গ্রাহককে সামান্য টাকা জোগাতে হবে। বেশির ভাগ টাকাটাই রাজ্য অনুদান এবং ব্যাঙ্ক ঋণ দেবে হিসেবে। প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে স্ব-নিযুক্তি দফতর।
