Breaking News
Home / TRENDING / আয়কর কর্তার পেটে কোন নেতার নাম লুকিয়ে আছে, খুঁচিয়ে বার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

আয়কর কর্তার পেটে কোন নেতার নাম লুকিয়ে আছে, খুঁচিয়ে বার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

নীল বণিক :

রাঁচির আয়কর দফতরের প্রিন্সিপাল কমিশনার তাপসকুমার দত্তকে গ্রেফতার করল সিবিআই। হাওলার মাধ্যমে টাকা লেনদেনের অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। কার বা কাদের টাকা হাওলার মারফৎ তিনি লেনদেন করতেন সে সম্পর্কে মুখ খোলেনি পুলিশ। তাঁর মারফৎ রাজনৈতিক ফান্ড লেনদেন হত কিনা তা নিয়েও সংশয় রয়েছে তদন্তকারীদের মধ্যে। এমনটাই খবর। তাপস কুমারকে জিজ্ঞাসাবাদ করে পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক হেভিওয়েটদের নাম উঠে আসতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
সিবিআই সূত্রের খবর বুধবার সকালে সিবিআই হানা দেয় এ রাজ্য-সহ বিহার ও ঝাড়খণ্ডে। এছাড়াও তিন রাজ্যের মোট ৩০টি জায়গায় হানা দেয় সিবিআই।
অন্যদিকে কলকাতার মোট ১০টি জায়গাতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল আটটা নাগাদ রাজ্যের এক আয়কর আধিকারিকের বাড়িতে হানা দিয়ে শুরু হয় সিবিআই-এর বিশেষ অভিযান। তাপসকুমারের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে সিবিআই। তাঁর বিরুদ্ধে মূলত অভিযোগ ভুয়ো কোম্পানির মাধ্যমে হাওলায় টাকা পাচার করতেন তিনি।
কলকাতার বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে সিবিআই-এর আধিকারিকরা। সূত্রের খবর ভুয়ো কোম্পানির মাধ্যমে কলকাতার কয়েকজন ব্যবসায়ীও হাওলার মাধ্যমে টাকা পাচার করেছিলেন।
অন্যদিকে সেইসব ব্যবসায়ীদেরও খুব শিগগিরই গ্রেফতার করা হতে পারে বলে সূত্রের খবর।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

শুধুমাত্র শুদ্ধিকরন আর বাংলাদেশ নয়, মমতার যে কথায় কান দিল না মেইনস্ট্রিম মিডিয়া

“ভর্সা যেন না পায় কোনও দাঙ্গামুখো হতচ্ছাড়া, সবাই মিলে বেঁচে থাকার ভর্সা তাদের করুক তাড়া’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *