নিজস্ব প্রতিনিধি :
গুরগাঁওয়ের বাসিন্দা প্রিয়া সিং পল। তিনি বলছেন, আমি প্রয়াত কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধীর বায়োলজিক্যাল কন্যা। এবং প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতনি।
তিনি সাংবাদিকদের বলেছেন, আমার জন্ম ১২ ডিসেম্বর ১৯৬৮। আমাকে দত্তক নেওয়া হয়েছিল ১৯৭৪-এ।
প্রিয়া জানাচ্ছেন, নিজেকে সঞ্জয় গান্ধীর কন্যা হিসেবে দাবি করতে বিন্দুমাত্র লজ্জিত নই! আমি শুধু স্বীকৃতি চাই ওই পরিবারের একজন মেয়ে হিসেবে। আমার ক্ষমতা, নাম-যশ কিছুরই প্রয়োজন নেই।
শোনা যায়, প্রিয়া মাকে নাকি সঞ্জয় গান্ধী কোনও এক মন্দিরে বিয়ে করেছিলেন। কিন্তু পরবর্তী কালে মানেকাকে বিয়ে করলেন সঞ্জয় গান্ধী। তখন প্রিয়া মায়ের বাড়ির দিকের লোকেরা ভীষণই ভেঙে পড়লেন। প্রিয়ার মা তারপর বিয়ে করে পাড়ি দিয়েছিলেন আমেরিকা। প্রিয়া বড় হতে অন্যত্র।
২০১০-এ প্রিয়া জানতে পারলেন তাঁর পিতা সঞ্জয় গান্ধী। এই খবর তাঁকে দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরালের ভগিনী বিমলা গুজরাল। এবার প্রিয়ার দত্তক-মা মারা যাওয়ার পর তিনি তাঁর শিকড় খুঁজতে শুরু করলেন। তাই প্রিয়া তিস হাজারি আদালতে মামলা দায়ের করলেন দত্তক নেওয়ার কাগজপত্র দেখতে চেয়ে।
সঞ্জয়-কন্যা হিসেবে প্রিয়ার এই দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন