ওয়েব ডেস্ক
দিল্লিতে নর্দমা পরিস্কার করতে নেমে সাফাইকর্মীর মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এদিন নর্দমা পরিস্কার করতে নেমে আরও এক সাফাইকর্মীর মৃত্যু হয়। গত ৩৫ দিনে এই নিয়ে মোট ১০ জন সাফাইকর্মীর মৃত্যু হল। অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন সাফাইকর্মী। ঘটনার সূত্রপাত গত ১৬ জুলাই থেকে। একের পর এক সাফাই কর্মীর মৃত্যুর ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সাফাইকর্মীদের কেন নিরাপত্তা গিয়ার দেওয়া হচ্ছে না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। অপরদিকে জানা গিয়েছে, মধ্য দিল্লির লোক নায়েক হাসপাতালের দু নম্বর গেটের কাছে সিউয়েজ লাইন পরিস্কার করতে নামেন বছর ৫০-এর এক সাফাইকর্মী। সঙ্গে ছিলেন আরও দুজন সাফাইকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান যে, ড্রেনের ভেতরে নামার সঙ্গে সঙ্গেই নর্দমার গন্ধে অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রের খবর, কোনও রকম নিরাপত্তা গিয়ার ছাড়াই নেমেছিলেন সাফাইকর্মীরা। যে ঠিকাদারেরর অধীনে তাঁরা কাজ করছিলেন তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও খুনের চেষ্টার মামলা রুজু করা হয়।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news