ওয়েব ডেস্ক
গোরক্ষপুরের শিশু মৃত্যুর ছায়া এবারে ছত্তিশগড়ে। গোরক্ষপুরের বি আর ডি হাসপাতালে শিশুমৃত্যু কাণ্ডের তদন্ত চলাকালীন আবারও অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ ছত্তিশগড়ে। রায়পুরের ড: ভিমরাও আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হল তিন শিশুর। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রামন সিংহ। স্বাস্থ্য দফতরের সিনিয়র অফিসারদের দ্রুত এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার তদন্তের পর দোষীদের কোনও ভাবেই ছাড়া হবে না বলেও জানান তিনি। পাশাপাশি মৃত শিশুর পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন রামন সিংহ। অপরদিকে ঘটনার পরই গ্রেফতার করা হয় অক্সিজেন সিলিন্ডার অপারেটরকারীকে। উল্লেখ্য, রবিবার রাতে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তিন শিশুর। তবে, অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। একটি বিবৃতিতে জানানো হয় যে, রবিবার অক্সিজেন সরবরাহে চাপ ছিল ঠিকই। কিন্তু কোনও ভাবেই অক্সিজেন সরবরাহ কাটা ছিল না। অক্সিজেন সরবরাহ বন্ধের কারণে নয়, বরং অন্য কারণেই মৃত্যু হয় ওই তিনজন শিশুর। যার রিপোর্টও দ্রুত প্রকাশ করা হবে বলেই জানানো হয় হাসপাতালের তরফে। পাশাপাশি জানানো হয় যে, অক্সিজেনের সমস্যা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই তার দ্রুত সমাধানের জন্য খবর দেওয়া হয় প্রধান চিকিত্সক অফিসার ও মেডিক্যাল সুপারিনটেনডেন্ট।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন