কমলেন্দু সরকার :
রানিপুল থেকে গ্যাংটক। ২৪ কিমি রাস্তা। এবার গাড়িতে নয়, যাওয়া যাবে মনোরেলে। করবে সুইৎজারল্যান্ডের ইন্টামিন ট্রান্সপোর্টেশন লিমিটেড। সামনের মাস থেকে শুরু হচ্ছে জরিপের কাজ। ২০১৮ সালের মধ্যেই শেষ হবে প্রথম ধাপের কাজ। জানা গেল, এই মনোরেল যাবে ছাঙ্গু লেক পর্যন্ত। মনোরেলে যাওয়ার রাস্তা যে দৃষ্টিনন্দন হবে তা অনায়াসেই বলা যায়। এর ফলে সিকিমে পর্যটকের সংখ্যাও বাড়বে।
ছবি সৌজন্য : রাজ বসু
লাইক ও শেয়ার করুন