ওয়েব ডেস্ক
নেতাজীর সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকের অন্তর্গত করতে হবে। সেইসঙ্গে নেতাজীর মৃত্যু রহস্য সংক্রান্ত অপ্রাকাশিত ফাইলগুলোর কাজ সম্পূর্ণ করে কেন্দ্রীয় সরকারকে সেইসব ফাইল যত দ্রুত সম্ভব প্রকাশ করতে হবে। এমনই দাবি জানিয়ে গতকাল সাংবাদিক বৈঠক করেন নেতাজীর ভ্রাতুষ্পুত্র চন্দ্র কুমার বসু ও পরিবারের অন্যান্য সদস্যরা। সেখানে চন্দ্রবাবু জানিয়েছিলেন, “আমাদের দাবি নিয়ে আগামিকাল নেতাজী স্ট্যাচু থেকে নেতাজীর বাড়ি অবধি মিছিল করব আমরা। তবে মিছিলের জন্য অনুমতি দেননি রাজ্য সরকার।”
তবে, গতকালের সাংবাদিক বৈঠকের পর নাকি রাতে লালবাজার থেকে ফোন করে অনুমতি দেন রাজ্য পুলিশ। শুধু তাই নয় পুলিশের তরফ থেকে ক্ষমাও চেয়ে নেওয়া হয় বলে জানান, চন্দ্র কুমার বসু।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন