নিজস্ব সংবাদদাতা :
দাদা আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম। দাদা আমি বাঁচতে চাই… মেঘে ঢাকা তারার এই সংলাপ আজও অমর হয়ে আছে। অফুরন্ত জীবনীশক্তিতে ভরপুর সুচিত্রা সেনের পর টলিউডে সম্ভবত সবচেয়ে আলোচিত যে নামটি ছিল সেটি সম্ভবত সুপ্রিয়া দেবী। সেই সুপ্রিয়া চিরতরে চলে গেলেন আজ, শুক্রবার সকাল ৬.১৫ মিনিটে। শোকের ছায়া নেমেছে শুধু সিনেমা পাড়াতেই নয় রাজ্য ও দেশ বিদেশ জুড়ে তাঁর অসংখ্য বাঙালি গুণমুগ্ধদের মনে। বয়েস হয়েছিল ৮৩ বছর। ১৯৩৫ সালের ৮ জানুয়ারি জন্ম। অনেক লড়াই, সংগ্রাম, সাফল্য, সমাদর, সমালোচনার জীবন শেষ করলেন সুপ্রিয়া। তাঁকে চ্যানেল হিন্দুস্তানের প্রণাম।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan