নিজস্ব সংবাদদাতা :
রাবনে বানাদে জড়ি।
ভারতীয় ফুটবল সার্কিটে সুপার–ডুপার হিট জড়ি সাত পাকে বাধা পড়লেন সোমবার।
ভারতীয় ফুটবলের েই মুহূর্তে এক নম্বর তারকা সুনীল ছেত্রী জীবনের নতুন ইনিংস শুরু করলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ে সোনম ভট্টাচার্যের সঙ্গে।
বিয়ের অনুষ্ঠান জমকালো। ঝলমলে। তারকার মেলা। মমতা ব্যানার্জি থেকে ঋতুপর্না সেনগুপ্ত। চুনী গোস্বামী থেকে রবিন সিং। চারিদিক তারকা। ভাংরা নাচলেন সুনীল। খুশির দিনে সিঁদুরে কপাল রাঙিত হওয়ার পর থেকেই চোখ ছলছল সোনমের।
অর্ডিন্যান্স ক্লাবে সোমবার হিন্দু মতে বিয়ে হল দু’জনের। সুনীলের বিয়ের মালা বদল, সাত পাক ঘোরা—সবই নিচে ভিডিওতে রইল। সুনীল–সোনমকে চ্যানেল হিন্দুস্তানের পক্ষ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা।
( দেখুন ভিডিও )
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan