নীল বণিক
মারা গেলেন তৃনমুল সাংসদ সুলতান আহমেদ। সকালেই কলকাতার বাড়িতে বুকে ব্যাথা অনুভব করেন। তারপর তাঁকে বেলভিউ হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের সদস্যরা। হাসপাতাল কতৃপক্ষ অবশ্য জানিয়ে দেন যে সাংসদ আর বেঁচে নেই। নিজের বাড়িতেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়ে দেয় হাসপাতাল কতৃপক্ষ। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায। বলেন, “দীর্ঘ দিন আমার সহকর্মী ছিলেন সুলতান। তাঁর মৃত্যুতে দলে শূন্যতা তৈরি হবে। তাঁর পরিবারকে সমবেদনা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। ১৯৬৯ সালে তিনি মৌলানা আজাদ কলেজে কংগ্রেসের ছাত্র সংগঠনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। এরপর কলকাতার এন্টালি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিটে লড়াই করে দু’বার বিধায়ক হন। ( ১৯৮৭— ১৯৯১ এরপর ১৯৯৬– ২০০১)। তারপরেই কংগ্রেস ত্যাগ করে তৃনমুলে যোগদান করেন। হাওড়ার উলুবেড়িযা কেন্দ্র থেকে দু’বার সাংসদ নির্বাচিত হন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহেরর মন্ত্রীসভাতে পর্যটন দফতরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন। খেলা ধূলার সঙ্গে তাঁর যথেষ্ট যোগাযোগ ছিল। মহামেডান স্পোটিং ক্লাবের সঙ্গেও আমৃত্যু তিনি জড়িত ছিলেন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan