নীল বণিক
ডেঙ্গিতে আক্রান্ত সুজন চক্রবর্তী।
গত তিনদিন ধরে যাদবপুরের এই বাম বিধায়ক জ্বরে ভুগছিলেন। তারপরেই তাঁর রক্ত পরীক্ষা করেন সুজন চক্রবর্তীর চিকিৎসক। পরিবার সূত্রে খবর সুজন চক্রবর্তীর রক্তে এনএস ওয়ান পজিটিভ নমুনা পাওয়া গেছে। সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত এই বাম বিধায়ক রাজ্য সরকারের বিরুদ্ধে ডেঙ্গি নিয়ে সরব হয়েছিলেন। সোমবার তিনি হাইকোর্টে দাঁড়িয়ে বলেছিলেন , “ডেঙ্গি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আশা করি আদালতের নির্দেশে এবার ডেঙ্গি আক্রান্তের সঠিক তথ্য জানা যাবে।”
ঘটনাচক্রে সেই সুজন চক্রবর্তী এখন ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan