Breaking News
Home / TRENDING / বিনয়ের সভায় না যাওয়ার ডাক দিলেন গুরুঙ্গ, শুনে নিন তাঁর অডিয়ো বার্তা

বিনয়ের সভায় না যাওয়ার ডাক দিলেন গুরুঙ্গ, শুনে নিন তাঁর অডিয়ো বার্তা

বিশেষ সংবাদদাতা

দার্জিলিং, তরাই ও  ডুয়ার্স সংলগ্ন গোর্খা সন্তানদের উদ্দেশে আমার এই বার্তা:- আমি যেখানেই থাকি, যেরকমই থাকি, আমি আমার জাতির উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। ৮৭টি চা বাগানে আমার শ্রমিক ভাইরা খেয়ে বা না খেয়ে ১০৪ দিন পাহাড় বন্ধে সামিল হয়েছিলেন। এই বন্ধের সময় কিছু সুবিধাবাদী নেতার জন্ম হয়। যারা জাতীর স্বার্থ না দেখে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করেছে। এই অনির্দিষ্ট বনধ চলাকালীন বিনয় তামাং হঠাৎ করেই উঠে এসে এই পাহাড় বনধকে তুলে নেয় এবং জিটিএ-এর প্রধান হয়ে বসে। কোনওরকম কথাবার্তা ও শর্ত ছাড়াই বনধ প্রত্যাহার করে নেয়। কোনও কারণ ছাড়াই আমার অফিসে হামলা চালায়। আমি যখন গণতান্ত্রিক ভাবে জায়গায় জায়গায় মিটিং করে সমস্ত ব্যাবসায়ী, চা -বাগান শ্রমিক এবং সাধারণ মানুষকে একজোট করেছিলাম গোর্খাল্যান্ডের দাবী জোরাল করার জন্য, ঠিক সেই সময় বাংলা সরকার অগণতান্ত্রিক ভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে, ভাঙ্গচুর করে এই আন্দোলনের পথটাকে বন্ধ করে দিতে চায়। আমাকে জাতির কাছে বিশ্বাসঘাতক প্রমান করে তারা এই আন্দোলনকে স্তব্ধ করে দেয়। কিন্তু এখন প্রশ্ন হল যে চা বাগান শ্রমিক ভাইরা ও সিঙ্কোনা বাগানের শ্রমিক ভাইরা ১০৪ দিন না খেয়ে  আন্দোলন করে গেল তারা এই ৩ মাসের কোনও বেতন পেল না,  কিন্তু অপর দিকে সরকারি অফিসে কাজ করা সমস্ত কর্মচারি ৩ মাসের বেতন পেল! পাহাড়ে উৎসবের দিন গুলোতে সরকারি কর্মচারীরা বোনাস পেল কিন্তু শ্রমিক ভাইরা ১০৪ দিন ধরে কষ্টের মধ্যে দিয়ে আন্দোলন চালিয়ে গেলও  তাদের উৎসবের দিনগুলোতেও কষ্টের মধ্যে কাটাতে হল । এটা একটা নোংরা রাজনীতি চলছে। পুলিশ দিয়ে বাংলা সরকার সবকিছুকে দমিয়ে রাখার চেষ্টা করছে। এই পুলিশরাজ, ধরপাকড়, ভাঙচুর এসব বন্ধ হওয়া দরকার।  বিজেপির তরফ থেকে পাহাড়ের পরিস্থিতি দেখতে এলেও দিলীপ ঘোষের উপর হামলা চালায় কিছু লোক। জনতার উপর অন্যায় অত্যাচার আমি চাইনা। আগামি ১৯শে নভেম্বর মমতা ব্যনার্জিকে দেখানোর জন্যে বিনয় এক জনসভা ডেকেছে, ও চেষ্টা করবে পুলিশ দিয়ে হামলা চালিয়ে সবাইকে জনসভায় আনার। পাহাড়ের সমস্ত গোর্খা সন্তানদের কাছে আমার বিনীত আনুরোধ যে আপনারা এই নোংরা রাজনীতিতে পা দেবেন না এবং এই জনসভায় অংশগ্রহন করবেন না।

 

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

আর ৩ বছর নয়, স্নাতকের সময়সীমা বেড়ে ৪ বছর, তারপরই সরাসরি গবেষণা ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: স্নাতকের পঠন পাঠনের ক্ষেত্রে বদলে যাচ্ছে নিয়ম। এবার আর তিন বছরে …

জুনে শুরুতেই গরম আরো বাড়ছে। জানেন, কোন কোন জেলায় বাড়বে তাপমাত্রা ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- আজ মাসের শেষ, জুনের শুরুতেই গরমে জ্বলছে বাংলা। সপ্তাহের শুরু থেকে …

জানেন, কি কারণে গ্রেফতার কালীঘাটের কাকু ? বেরিয়ে এলো আসল রহস্য

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- মঙ্গলবার রাতে গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র, অভিযোগ তথ্য গোপন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *