চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ
অফিস টাইমে কালীঘাট মেট্রো স্টেশনের ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টা। ব্যাহত মেট্রো চলাচল । অফিস টাইমে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার যাত্রীরা। সুত্রের খবর, একজন মধ্যবয়স্ক ব্যক্তি বৃহস্পতিবার কালীঘাট মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন। তাঁকে লাইন থেকে তোলার চেষ্টা চলছে। তবে তাঁর নাম ও পরিচয় জানা যায়নি। এই ঘটনার জেরে অফিস টাইমে ব্যাহত মেট্রো পরিষেবা।
বর্তমানে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলছে। তবে টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল।অপরদিকে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চালু পরিষেবা। তবে কখন পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না ।
প্রসঙ্গত, আজ জামাই ষষ্ঠী উপলক্ষে অর্ধেক দিনের ছুটি ঘোষণা করেছেন , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর তাই আজ যাত্রীদের নিজের গন্তব্যে পৌঁছনোর তাড়াও একটু বেশি। প্রায় প্রতিটি মেট্রো স্টেশনেই অগণিত যাত্রীর ভিড়। মেট্রো পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তির শিকার যাত্রীরা। গন্তব্যে পৌঁছতে রীতিমতো কালঘাম ছুটছে তাঁদের।