দেবক বন্দ্যোপাধ্যায় :
তাহলে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়েও বড় সিপিএম বিরোধী আছে! মমতা যখন সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর দল মীরা কুমারকে সমর্থন করবে তখন সেটাই চূড়ান্ত। এটাই দস্তুর। কংগ্রেস থেকে তৃণমূলে এসেছেন ত্রিপুরার সুদীপ বর্মন। তিনি ও তাঁর রাজনৈতিক সতীর্থরা মীরা কুমারের ব্যাপারে বেঁকে বসেছেন। তাঁদের অবস্থানকে ভাল প্রত্যাশিতভাবেই ভাল চোখে দেখছে না দলীয় নেতৃত্ব। তবে তাঁরা আরও চটেছে অন্য কারণে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রায়বর্মনের পুত্র সুদীপ বর্মনের একটি মন্তব্য জ্বালা ধরিয়েছে তৃণমূলের অন্দরে। সুদীপ বলেছেন বামেদের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে মীরা কুমারকে সমর্থন দিতে তাঁরা রাজি নন। আর এইখানেই রে রে করে উঠেছে দল। সুদীপ কী মমতার চেয়েও বড় সিপিএম বিরোধী! যাঁর সারা জীবন সিপিএমের বিরুদ্ধে লড়াই করে, মার খেয়ে কেটেছে, তাঁকে কী সিপিএম বিরোধিতা শেখাবেন সুদীপ! এই হল তৃণমূলের মনের কথা। সুদীপ অবশ্য নিজের কথায় অনড়।