নীল বণিক
বাবা দল ছাড়লেও তিনি এখনও তৃণমূলেই আছেন। আগামী পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের হয়েই কাজ করবেন বলেও জানালেন মুকুল পুত্র তথা বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। অপরদিকে, মুকুল দল ছাড়ার কথা ঘোষণা করলেও ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত দল ছাড়বেন না। মুকুল রায়ের এক সময়ের ছায়াসঙ্গী ছিলেন শিলভদ্র। এদিন মুকুল দল ছাড়ার কথা বলতেই তিনি জানান, মমতাকে দেখেই তৃণমূল করেন। তাই কেউ দল ছাড়লেও শিলভদ্র দল ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেন।
প্রসঙ্গত, মহাপঞ্চমীর সকালেই দল ছাড়ার কথা ঘোষণা করেন মুকুল রায়। পুজোর পর দলের সব পদ থেকে পদত্যাগ করবেন বলেও জানান তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan