নীল বণিক
‘‘পুজোর পর কেন? এখনি দলের সব পদ ছাড়ুন।’’ মুকুল রায়কে তৃণমূল থেকে ৬ বছরের জন্য বহিস্কার করার কথা ঘোষণা করে এভাষাতেই আক্রমণ করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এখানেই থেমে থাকেননি পার্থ। মুকুলকে কটাক্ষ করে তিনি বলেন, অনামি একজনকে দল সব দিয়েছে। যাকে পাড়ার কেউ চিনত না, তাঁকে এখন সারা বাংলার লোক চেনেন। এর থেকে দল আর মুকুলকে কি দিতে পারে বলেও প্রশ্ন তোলেন পার্থ। দলের ক্ষতি হচ্ছে এমন কাউকে বেশি দিন রাখা যাবে না। আর সেকারণেই দলও মুকুলকে বহিস্কার করল বলেও জানান তৃণমূল মহাসচিব।
বহিস্কারের কথা ঘোষণার পর পার্থর মন্তব্য, সিবিআইয়ের চাপের কাছে মাথা নীচু করেছেন মুকুল। সেকারণেই দলকে বার বার দুর্বল করার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। বারবার বিভিন্ন ভাবে বলা সত্ত্বেও মুকুল কথা শোনেননি বলেও দাবি পার্থর! তাই দেরী না করে দল এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে কি বললেন পার্থ, দেখে নিন ভিডিও
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan