নীল বণিক:
অধীরের গড়ে তাঁরা ইতিমধ্যে জিতে গিয়েছেন, জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।
শনিবার বহরমপুরে ছিল তৃণমূলের প্রাক নির্বাচনী সভা। সেখানেই শুভেন্দু ঘোষণা করেন, জঙ্গিপুর আর মুর্শিদাবাদে ৩ লক্ষ ভোটে জিতে গেছি আমরা। শুভেন্দুর আরও বক্তব্য, তৃণমূলকে কেউ ঠেকাতে কেউ পারবে না। তৃণমূলের দাপুটে নেতা বলেন, বহরমপুর লোকসভার দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিলাম।
আত্মবিশ্বাসী শুভেন্দুর বক্তব্য, বহরমপুরে তৃণমূল জিতবে, জোড়া ফুলই জিতবে।
এদিন বহরমপুরের সভায় এইসঙ্গে বক্তৃতা দেন ফিরহাদ হাকিম ও অনুব্রত মণ্ডল।