নীল বণিক :
মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এখনই চা শ্রমিকদের মজুরি বাড়ানো সম্ভব নয়। জানাল দার্জিলিং জেলা টি অ্যাসোসিয়েশান। বর্ধিত বেতন লাগু করতে সরকারের কাছে আরও একটু সময় চাইল তারা। এদিন সংগঠনের সেক্রেটারি কৌশিক বসু বলেন, দীর্ঘ আট মাস ধরে চা বাগান বন্ধ ছিল। ফলে বিপুল ক্ষতি হয়েছে চা বাগানের মালিকদের। পাহাড়ের রাজনৈতিক অচলঅবস্থা কাটিয়ে সবে বাগানের কাজ শুরু হয়েছে। এরমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বাড়তি টাকা দেওয়া সম্ভব নয়। তাদের দাবিকে সমর্থন করেছেন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অরিজিৎ রাহা। মুখ্যমন্ত্রী চা বাগান শ্রমিকদের মজুরি বাড়িয়ে ১৫০ টাকা করার নির্দেশ দিয়েছেন। আগে তাঁরা ১৩২.৫০ মজুরি পেতেন। কিন্তু চা বাগানের শ্রমিকরা জানিয়েছেন ১৫০ টাকা মাইনেতে কি চা শ্রমিকদের দূর্গতি ফেরান সম্ভব? নতুন বছরে বেতন বৃদ্ধি নিয়ে উত্তরকন্যায় চা শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ ও রাজ্যের বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকে চা শ্রমিকদের নতুন মজুরির ফয়সালা হয়নি। তাই কিভাবে নতুন মজুরি ঠিক হলো,প্রশ্ন তুলেছেন বাগান শ্রমিকরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan