নিজস্ব সংবাদদাতা :
বিজেপি তিন তালাক বিরোধী বিল পাশ করাতে কতটা মরিয়া তা আবারও প্রমাণ হয়ে গেল। মঙ্গলবার দিল্লিতে বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় মুকুল রায়ের বক্তব্যে উঠে এল তিন তালাক প্রসঙ্গ। মুকুল বলেন ভারতে ধর্মনিরপেক্ষতাকে অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করে থাকেন। অনেকের মতে ধর্মনিরপেক্ষতা মানে মুসলিম ধর্মের অনুগামীদের অধিকার রক্ষা, তাঁদের বোঝা এবং তাঁদের সংস্কৃতি আলাদা বলে মুসলিমদের নিজস্ব আইন বা শরিয়াৎ মেনে চলা। তবে এই মানুষেরা তিন তালাক বা মুসলিম ধর্মে মহিলাদের সুরক্ষা নিয়ে ভাবেন না। তাই শাহিদা বানোর মত ঘটনা আজও ঘটে। মুকুল আরও বলেন যে সমানাধিকারের মাধ্যমেই তিন তালাকের মত কু-প্রথা দূর করে মহিলাদের সুরক্ষা সম্ভব। প্রসঙ্গত ‘ডিকোডিং সিউডো সেকিউলারিজম’ নামের এই আলোচনাসভায় মুকুল রায় ছাড়াও বক্তব্য রাখেন বিজেপি যুব মোর্চার সভাপতি পুনম মহাজন এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan