দার্জিলিং থেকে ঈষাণিকা ভোরাইঃ
দার্জিলিং এর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মমতা। দার্জিলিংয়ের চৌরাস্তায় জেলা পুলিশ আয়োজিত এক পুরস্কার বিতরণী সভায় মারাত্মক অভিযোগ করলেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য “আপনারা কেন দার্জিলিং-এ গণ্ডগোল করতে আসেন? আমরা তো যাই না সিকিমে গণ্ডগোল করতে”। সরাসরি দার্জিলিংয়ের গন্ডগোলের বিষয়ে সিকিমের হাত রয়েছে বলার পাশাপাশি মুখ্যমন্ত্রী ভারতের প্রতিবেশী দু-একটি রাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেন “ভারতের বাইরে থেকেও দার্জিলিংকে অশান্ত করার চেষ্টা করছে কেউ কেউ”। মুখ্যমন্ত্রী বক্তব্য “দার্জিলিং অশান্ত হলে সিকিম এর সুবিধা। সমস্ত পর্যটক দার্জিলিং ছেড়ে সিকিম এ চলে যায়। এখানে বলে রাখা প্রয়োজন দার্জিলিং এর ঘটনায় সিকিমের নাম কিন্তু মুখ্যমন্ত্রী এমনি এমনি আনেন নি। মাস ছয়েক আগে যখন পাহাড় অশান্ত, চলছে বনধ্ , সেসময় সিকিমের মূখ্যমন্ত্রী পবন কুমার চামলিঙ নিজে কেন্দ্রকে চিঠি লিখে দার্জিলিং এর বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছিলেন। তখনই এর প্রতিবাদ জানিয়েছিল রাজ্য। বুধবার চৌরাস্তার সভা থেকে সেটাই ফিরিয়ে দিলেন মমতা। তবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে পশ্চিমবঙ্গ ও সিকিমের পারস্পরিক সম্পর্কে নতুন করে মেঘের সঞ্চার হয় কিনা সেটা নিয়েই কপালে ভাঁজ পড়েছে পাহাড়বাসীর একাংশের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news