নিজস্ব সংবাদদাতা
প্রয়াত বিশিষ্ট বিজ্ঞানী স্টিফেন হকিংস। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। বুধবার কেমব্রিজে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর এবং গড পার্টিকাল বা ঈশ্বর কণা নিয়ে গবেষণার জন্য বিখ্যাত ছিলেন তিনি। তাঁর লেখা ‘আ হিস্ট্রি অফ টাইম’ বইটি বিশ্বের অন্যতম বেস্টসেলার। স্টিফেন হকিংয়ের জন্ম ইংল্যান্ডের অক্সফোর্ডে, ৮ জানুয়ারি ১৯৪২ সালে। হকিংয়ের বাবা ফ্র্যাঙ্ক হকিং ছিলেন জীববিজ্ঞানের গবেষক। মা ইসাবেল হকিং ছিলেন রাজনৈতিক কর্মী। বাবা চেয়েছিলেন, স্টিফেন বড় হয়ে চিকিৎসক হোক। কিন্তু ছেলেবেলা থেকেই হকিংয়ের আগ্রহ বিজ্ঞান আর গণিতে। মহাকাশের অজানা বিষয়গুলো নিয়ে সব সময় উৎসুক ছিলেন তিনি। মহাবিশ্ব সৃষ্টির রহস্য ‘বিগ ব্যাং থিওরি’র প্রবক্তা বলা হয় স্টিফেন হকিংকে।
দুরারোগ্য মোটর নিউরন ব্যাধি ছিল স্টিফেন হকিংয়ের। কিন্তু শারীরিক অক্ষমতা তাঁকে রুখতে পারেনি। স্পীচ জেনেরেটিং ডিভাইসের মাধ্যমে গালের একটিমাত্র মাংসপেশির ব্যবহারে কথা বলতেন তিনি।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক পদ থেকে ২০০৯ সালে অবসর নেন হকিং। রয়্যাল সোসাইটি অব আর্টসের সম্মানীয় ফেলো এবং পন্টিফিকাল একাডেমি অব সায়েন্সের আজীবন সদস্য ছিলেন তিনি।
হকিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সক্ষ সারা বিশ্বের রাষ্ট্র নেতারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan