ওয়েব ডেস্ক :
ভারতীয় স্টেটব্যাঙ্কের ভূমিকা নিয়ে সমালোচনায় রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। বণিক সভা ফিকির এক অনুষ্ঠানে এসবিআইএর চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্যকে পাশে বসিয়েই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কটির কাজ নিয়ে সমালোচনা করেন তিনি। অমিত মিত্রের অভিযোগ রাজ্যের সামাজিক প্রকল্প গুলিকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহি নয় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকটি। অরুন্ধতী ভট্টাচার্যকে পরিসংখ্যান দিয়ে রাজ্যের অর্থমন্ত্রী বলেন রাজ্য সরকার সারা রাজ্যে 16 লাখ 34 হাজার কিষান কার্ড বিলি করেছে। তার মধ্যে এসবিআই কিষান কার্ড বিলি করেছে পাঁচ হাজার ৯৮৭টি। এর থেকেই বোঝা যায় কিষান কার্ড নিয়ে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকটির ভূমিকা। স্বনির্ভরগোষ্ঠী গুলিকে ঋন দিতেও এই ব্যাঙ্কের অনেক গড়িমসি রয়েছে বলে জানান তিনি। রাজ্যের প্রতি ভারতীয় স্টেটব্যাঙ্কের মনোভাব বদলানোর জন্য অরুন্ধতী ভট্টাচার্যকে অনুরোধ করেন অমিত মিত্র। অমিত মিত্রের মুখে এমন অভিযোগ শুনে হতচকিত হয়ে পড়েন এসবিআইএর চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য। তারপর পাল্টা কটাক্ষের সুরে তিনি বলেন রাজ্য ডিজিটাল ব্যাঙ্কের ব্যবহার নিয়ে এখনও পিছিয়ে। পিছিয়ে সাইবার অপরাধের সচেতনতা নিয়েও।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন