ওয়েব ডেস্ক :
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের লাশকাটা ঘরের চাকুরী প্রার্থী পিএইচডি!এমনই আবেদন পত্র দেখে চোখ কপালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে গ্রুপ ডি দুটি পদের জন্য নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। শুক্রবার সেই আবেদন জমা নেবার শেষ দিন ছিল। দুটি পদের জন্য ৩১৫টি আবেদনপত্র জমা পড়েছে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী হলেও আবেদনপত্র জমা পড়েছে পিএইচডি ডবল এমএ, এমফিল করা প্রার্থীদেরও। তাতেই চোখ কপালে কর্তৃপক্ষের। দেশ জুড়ে চাকুরীর যে আকাল তারই এক বেনজির দৃষ্টান্ত এটি। তাই উচ্চশিক্ষিতদের লাশ কাটা ঘরেও চাকুরী করতে আপত্তি নেই।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন