ওয়েব ডেস্ক:
টুটু বসুর বাগান থেকে সভাপতি পদ থেকে পদত্যাগে কলকাতা ময়দানে জল্পনা ছিল তাহলে কী সৃঞ্জয় বসু সচিব হচ্ছেন! কেননা, সচিব অঞ্জন মিত্রের সঙ্গে সভাপতি টুটু বসুর সম্পর্ক নাকি তলানিতে এসে ঠেকেছিল। বাগানে এখন তো অঞ্জন এবং সৃঞ্জয় দু’জন দু’দিকে। এখন অঞ্জন মিত্র কী করেন তার জল মাপছেন সৃঞ্জয়। সৃঞ্জয়ের দিকে রয়েছেন বাগান অর্থসচিব দেবাশিস দত্ত। শোনা যাচ্ছে, সচিব অঞ্জন মিত্র না-সরলে টিম করবেন না সৃঞ্জয়-দেবাশিসরা। টুটু বসু এবং তাঁর পুত্র সৃঞ্জয় বসু টাকা না-ঢাললে মোহনবাগান দল গঠন করা যাবে না। এ-কথা কালকে ময়দানে পা-দেওয়া একজন বাচ্চাও জানে।
ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, নর্ডি, কাটসুমি-সহ একঝাঁক খেলোয়াড় বাগান ছাড়ছেন। এর মধ্যে অনেকেই আবার আইএসএল খেলতে আগ্রহী। তাঁরা আই লিগ খেলবেন না। তবে না আঁচালে বিশ্বাস নেই। শেষপর্যন্ত কী হবে তা সময়ের অপেক্ষা! অন্যদিকে ইস্টবেঙ্গল দল গুছিয়ে নিয়েছে। অর্ণব মণ্ডলকে নিয়ে একটু চিন্তায় ছিলেন ইস্টবেঙ্গল কর্তারা, তারও সমাধান হয়ে গেছে। ইস্টবেঙ্গলেই থাকছেন অর্ণব। শেষ মুহূর্তে দল গড়তে নামলে বাগান কর্তারা ভাল ফুটবলার পাবেন তো নাকি কলকাতা লিগ আকাডেমির খেলোয়াড়দের নিয়ে চালিয়ে নেবেন। আইএসএল যখন খেলা হচ্ছে না তখন আই লিগের আগে দেখা যাবে! এমনটাই নাকি মনে করছেন কেউ কেউ।
সৃঞ্জয় বসু সচিব হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, বললেন নাম বলতে অনিচ্ছুক এক বাগান কর্তা।