ওয়েব ডেস্ক:
মোহনবাগানের বেশির ভাগ খেলোয়াড়ই আইএসএল খেলতে চান। তাই মনে করা হচ্ছে বাগান এবার শুকোতে চলেছে। তবে মোহনবাগান কর্তারা দল গঠনে ধীরে চলো নীতি নিয়েছেন। খেলোয়াড়দের একটা তালিকাও নাকি তৈরি হয়েছে। তালিকার প্রথমেই শোনা যাচ্ছে নাইজেরিয়ানন গোলমেশিন র্যান্টি মার্টিনসের নাম। ওদিকে এ বছর আই লিগ সেরা এবং মোহনবাগান দুর্গ প্রহরী দেবজিতের জন্য অল আউট ঝাঁপিয়েছে ইস্টবেঙ্গল। লালহলুদ কর্তারা নিয়মিত দেবজিতের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এমনকী আতলেটিকো কলকাতার চেয়েও বেশি টাকা দিতে চেয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কর্তারা একজন চেনা বিদেশি স্ট্রাইকার নিতে চাইছেন। সেখানে লালহলুদ কোচ খালিদের পছন্দ চেন্নাই এফ সি-র স্ট্রাইকার চার্লস। ২৪ বছর বয়সি ব্রাজেলীয় চার্লস বেশি গোল হয়তো করেননি কিন্তু তাঁর মধ্যে খেলা আছে বলে মনে করেন লালহলুদ কোচ। তবে গতবছর খেলা প্লাজাও নজরে রয়েছে ইস্টবেঙ্গল কর্তা এবং কোচের।