সুমন সেনগুপ্ত :
যৌনতা ও সৌন্দর্যের এক আশ্চর্য ফিউজ্ন ছিলেন শ্রীদেবী। তিনি পর্দায় এলে হৃদয়ের রক্ত ছলাৎ করে উঠত। ডিম্পল-রেখা-মাধুরীর সঙ্গে প্রতিযোগিতায় শ্রীদেবী হয়ে উঠতে পেরেছিলেন যৌনতার সঙ্গে তারুণ্যেরও প্রতীক। ছোটবেলা থেকেই তাঁর সঙ্গে সিনেমার পরিচয়। ডিম্পল-রেখা-জয়াপ্রদাকে ক্যামেরা ক্লোজে ধরলে বয়সের সত্যটা ধরা পড়ে! সেখানে শ্রীদেবী ছিলেন ব্যতিক্রম। শ্রীদেবী দক্ষিণের সিনেমায় বেড়ে ওঠায় , ভাল করেই জানতেন শুধুমাত্র পুতুল পুতুল চেহারা দিয়ে বলিউডে টিঁকে থাকা সম্ভব নয়। তার জন্য গ্ল্যামার চাই। ‘লুকে’ লাস্যময়ী হয়ে উঠতে হবে। কিন্তু তিনি রেখা ও ডিম্পলের মতো যৌনতার বৃত্তে আবদ্ধ থাকলেন না। হিম্মৎওয়ালা করে তিনি উঠে এলেন আলোর বৃত্তে। সৌন্দর্যের পাশাপাশি তিনি অভিনয়েও জোর দিলেন। এই দু’য়ের মিলন ঘটল তার বেশ কিছু ছবিতে। যৌনতা ও অভিনয়ের মেল বন্ধনে তৈরি হল শ্রীদেবীর ক্যারিশমা। হঠাৎ তিনি সরে যান আলোর বৃত্ত থেকে। ১৫ বছর পরে ফিরে আসেন ইংলিশ ভিংলিশের হাত ধরে। যেখানে তিনি তাঁর সৌন্দর্যের সঙ্গে মিশিয়ে দিলেন অভিনয় প্রতিভাকে। আর প্রবলভাবে হয়ে উঠলেন সমসময়ের শিল্পী। এখানেই শ্রীদেবী অন্যদের থেকে আলাদা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan