জ্যোতিস্মিতা রায় :
চুপচাপ, শান্ত, লাজুক মেয়েটি ক্যামেরার সামনে এলেই কোন জাদুকাঠির ছোঁয়ায় চুলবুলি, লাস্যময়ী হিরোইন হয়ে উঠতেন, সে রহস্য রহস্যই রয়ে গেল। রহস্য রয়ে গেল, ব্যানারে তাঁর নাম থাকলেই কেন হাউসফুল হয় প্রতিটি শো? তাঁর ছবি থাকলেই কিভাবে বিক্রি হয়ে যায় ক্যারামের ঘুঁটি থেকে ফুলঝুরির প্যাকেট? যেমন রহস্য রয়ে গেল ছিপছিপে ফিগারের, সচেতন শ্রীদেবী হৃদরোগে আক্রান্ত হলেন কেন? প্রথম অ্যাটাকই এত জোরাল হল যে প্রাণ আর ফেরানো গেল না। শ্রীদেবী বলিউডে সেসময় পা রেখেছিলেন, যে সময় বলিউডে স্বপ্ন সুন্দরীদের গ্রাফটা নীচের দিকে ছিল। বিয়ে করে সংসারে ব্যস্ত হয়ে পড়েছেন ড্রিমগার্ল হেমা মালিনী। উপযুক্ত চরিত্রের অভাবে রেখাও আর তেমন সিনেমা করছেন না। এই সময়েই আবির্ভাব শ্রীদেবীর। যেমন অভিনয়, তেমন নাচ- অচিরেই সারা ভারতের হৃদয়ে প্রবেশ করলেন শ্রী। কখনও চাঁদনি হয়ে আবার কখনও পল্লবী হয়ে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছেন। দীর্ঘ ১৫ বছরের পর যখন পর্দায় ফিরেছেন, তখনও ‘ইংলিশ ভিংলিশে’র শশীকে একইভাবে গ্রহণ করেছেন সকলে। অন্য হিরোইনদের মতো রিয়্যালটি শোয়ের বিচারক হয়ে মুড়িমুড়কির মতো হারিয়ে যাননি। তাই হয়তো তাঁর চলে যাওয়া এমন করে বাজছে সবার বুকে।
দেশের নিয়ম অনুযায়ী দুবাইয়ে শ্রীদেবীর মৃত্যুর পুলিশি তদন্ত করা হয়েছে। দেহের ময়না তদন্ত করা হয়েছে। তবে শ্রীদেবীর দেহ কখন মুম্বই পৌঁছবে রহস্য রয়েছে তা নিয়েও। শোনা যাচ্ছে মুম্বই থেকে একটি প্রাইভেট জেট দুবাই রওনা দিয়েছে। তাতেই শ্রীদেবীর দেহ আনা হবে। একসময় আসমুদ্র হিমাচল তরুনদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিলেন যিনি, তাঁর হৃদস্পন্দন হঠাৎ থেমে গেল কেন সে রহস্য রয়েই গেল!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan