ধুলো ঝড় আর বৃষ্টির মধ্যে, দুবাই জুড়ে এখন শ্রীদেবীর মৃত্যুর খবর। এই মুহুর্তে ধুলোতে বৃষ্টিতে অস্পষ্ট দুবাইয়ের আবহাওয়ার মতোই শ্রীদেবীর মৃত্যুর খবর অস্পষ্টতায় ঢাকা। স্থানীয় সংবাদমাধ্যমগুলি নায়িকার অকাল মৃত্যুর খবর জানাচ্ছে খুব সাবধানে, সংযত হয়ে। এমনিতেই এদেশের সংবাদমাধ্যম খবর করার ব্যাপারে ভারত বা দুনিয়ার আরও অনেক দেশের মত খুব খোলামেলা নয়। বলা যায় সাংবাদিকতার নিয়মকানুনের কপিবুক চর্চা করাই এদেশের সাংবাদিকতার সংস্কৃতি! তার ওপর শ্রীদেবীর মত সেলিব্রিটির বিদেশের মাটিতে মৃত্যুর খবরে তারা আরও সাবধানী। ভারতের মানুষ জানলে অবাক হবেন, ঠিক কোথায় শ্রীদেবী মারা গেছেন সেই খবর কোথাও নেই। কোন ডাক্তার তাঁকে দেখলেন বা কোনও হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল কিনা কেউ জানে না! তাঁর মরদেহ কখন নিয়ে যাওয়া হবে, সে খবরই নেই, ছবি তো দুরের কথা। তবে একটি বিষয় এরই মধ্যে উঠে আসছে যে শ্রীদেবীর পরিবার গোটা ঘটনাটিতে এক প্রকার গোপনীয়তা হয়ত পছন্দ করছেন! যে প্রশ্নগুলো দুবাইয়ের বাতাসে ভাসছে : ১)শ্রীদেবী আগে থেকে হার্টের অসুখে ভুগছিলেন কি না! ২)হঠাৎ করেই হার্ট অ্যাটাক! ৩)অ্যাটাকের আগে কোনও উত্তেজনা, অশান্তি হয়েছিল কি না! ৪)কোন ডাক্তার ডেথ সার্টিফিকেট দিলেন! হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কি না! ৫)না নিয়ে যাওয়া হলে কেন? এখনও পর্যন্ত এইসব প্রশ্নের কোনও উত্তর নেই। আর সেই কারণেই নাগিনের মৃত্যু ঘিরে দানা বাঁধছে সন্দেহ, রহস্য! শ্রীদেবীর চলে যাওয়ার ‘সদমার’ মধ্যেই উঠে আসছে এই পাঁচ অপ্রিয় প্রশ্ন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan